• শিশু সংবাদ

খানসামায় পুকরে ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে ৮ বছরে শিশুর মৃত্য

  • শিশু সংবাদ
  • ১৬ আগস্ট, ২০২৩ ১৬:৪২:০২

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় গোসলের সময় ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে পারলেও নিজে বাঁচতে পারেনি ৮ বছর বয়সি শিশু হামিম। আজ বুধবার দুপুরে মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামে। হামিম (৮) দুহশুহ গ্রামের মুছা ইসলামের ছেলে।

সে দুহশুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।স্হানীয়রা জানান, আজ বুধবার দুপুরের বাড়ীর পাশের একটি পুকুরে এক সাথে গোসল করছিল সম বয়সি তিন শিশু বন্ধু। এদের মধ্যে একজনকে হাবুডুবে খেতে দেখে উদ্ধারে এগিয়ে যায় আরেক বন্ধু হামিম। বন্ধুকে বাঁচাতে পারলেও নিজে তলিয়ে যায় গভীর পানিতে। 

পরে তাকে মৃত অবস্হায় উদ্ধার করেছে স্বজনরা।খানসামা থানার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে একটি ইউডি মামলা রেকর্ড করেছেন তারা। পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে তুলে দিয়েছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo