• রাজনীতি
  • লিড নিউজ

ফখরুলের ‘নিশ্চিত পরিবর্তন’কে ‘দিবাস্বপ্ন’ বললেন ওবায়দুল কাদের

  • রাজনীতি
  • লিড নিউজ
  • ১৪ আগস্ট, ২০২৩ ১৪:০৭:৫৬

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘নিশ্চিত থাকুন পরিবর্তন আসছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে হাওয়া থেকে পাওয়া দিবাস্বপ্ন হিসেবে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। এদিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গতকাল রোববার (১৩ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, আপনারা নিশ্চিত থাকুন, পরিবর্তন আসছে। ফ্যাসিবাদ বিদায় নিচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া জানতে চান। 

জবাবে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান, বিএনপি সমাবেশ দিচ্ছে। তাদের চলমান কর্মসূচি- সরকারকে না ফেলে তারা ঘরে ফিরবে না। ফখরুল সাহেব তো এটাও বললেন, নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে৷ হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে। ডিসেম্বর মাসে বেগম জিয়া দেশ চালাবেন। ১১ ডিসেম্বর তারেক রহমান এয়ারপোর্টে নামবেন। এমন অনেক দিবাস্বপ্ন তারা দেখলেন। দিবাস্বপ্ন, দিবাস্বপ্নই।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সাথে তাদের পার্থক্য হলো, ‘আমরা নাম দিই সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। তারা নাম দেয় মহাসমাবেশ, হয় সমাবেশ। এটাই পার্থক্য।’কাদের বলেন, ‘আমাদের ম্যাসেজ একটাই। কেয়ারটেকার ইজ নো মোর। নো কেয়ারটেকার। প্রাইম মিনিস্টার ডেজিগনেশন, নো, এগুলো পরিবর্তনের সুযোগ নেই।’

 

মন্তব্য ( ০)





  • company_logo