• উদ্যোক্তা খবর

কোডিং প্ল্যাটফর্ম ড্রিমার্স একাডেমীর গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত

  • উদ্যোক্তা খবর
  • ১১ আগস্ট, ২০২৩ ১৫:০৮:৩৫

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ আয়োজিত হলো শিশুদের জন্য সবচেয়ে বড় অনলাইন কোডিং প্ল্যাটফর্ম  ড্রীমার্স আ্যকাডেমী-র গ্র্যাজুয়েশন ইভেন্ট।  সাভারে অবস্থিত কৃষিবাড়ি এগ্রোপার্ক-এ আয়োজিত এই বর্নিল অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রায় ১৫০ অতিথি উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন ড্রিমার্স একাডেমীর কো-ফাউন্ডার শরীফ আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই- এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস এডভাইজর জনাব আশফাক জামান। 

ড্রিমার্স একাডেমী একটি অনলাইন শিক্ষা মাধ্যম যা ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের কোডিং শিখিয়ে থাকে। অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে ৪ মাস থেকে ১২ মাসের বিভিন্ন ট্র্যাকে ড্রিমার্স একাডেমী তৈরি করছে দেশের ভবিষ্যৎ টেক জিনিয়াসদের। সবচেয়ে সাশ্রয়ী মাসিক বেতনে শিশুদেরকে কোডিং শিখিয়ে ড্রিমার্স একাডেমী "স্মার্ট বাংলাদেশ" লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সহায়তা করছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার শরীফ আহমেদ। 

জনাব শরীফ তার বক্তব্যে বলেন, "সাতার কিংবা আর্টের মতোই শিশুদের জন্য কোডিং একটি অত্যন্ত জরুরী এক্সট্রা-কারিকুলার বা আফটার-স্কুল প্রোগ্রাম। শিশুদের বুদ্ধির বিকাশে কোডিং চর্চা খুবই উপকারী এবং এটি শিশুকে আরও সৃজনশীল ও গণিতে পারদর্শী হতে সাহায্য করে। আমরা ড্রিমার্স একাডেমী তে সবচেয়ে মজার এবং সহজ উপায়ে শিশুদেরকে কোডিং শেখাচ্ছি এবং আমাদের পাঠ্যসূচী আমেরিকার বিজ্ঞানশিক্ষাবিষয়ক স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান 'এসটিইএম' (STEM)  দ্বারা স্বীকৃত।" 

বিশেষ অতিথির বক্তব্যে এটুআই এর উপদেষ্টা জনাব আশফাক জামান বলেন, "স্মার্ট বাংলাদেশ অর্জন করতে হলে আমাদেরকে পরিকল্পনা করতে হবে ভবিষ্যতকে মাথায় রেখে। আজকের শিশুই কিন্তু ২০৪১ সালের তরুণ। এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর এই যুগে তরুণদের মধ্যে যদি যূগোপযোগী স্কিল না থাকে, তাহলে কিন্তু সে জব মার্কেটে টিকতে পারবে না। তাই আমি মনে করি ড্রিমার্স একাডেমীর মত দুরদর্শীতা সব শিক্ষা প্রতিষ্ঠানের থাকা উচিত এবং কোডিং-কে পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা উচিত। আমি সকল অভিভাবকদের ধন্যবাদ জানাতে চাই যারা গতানুগতিক মনোভাব থেকে বেড়িয়ে সন্তানদের কোডিং শেখাচ্ছেন এবং ভবিষ্যতের জন্য রেডি করছেন।" 

সবুজ এগ্রোপার্কে আয়োজিত এই গ্র্যাজুয়েশন সেরিমনিতে শিশুদের জন্য ছিল মজার সব খেলাধুলার আয়োজন। এছাড়া অভিভাবকদের জন্যও ছিলো অর্গানিক সবজীর বাজার এবং দেশীয় পণ্যের বর্নীল স্টল। পুরো আয়োজনে সহযোগিতায় ছিল দেশের অন্যতম ই-লার্নিং প্ল্যাটফর্ম লিড একাডেমী। 

.................. 

ড্রিমার্স একাডেমী ওয়েবসাইটঃ https://dreamersacademy.com.bd/

ড্রিমার্স একাডেমী ফেইসবুকঃ https://www.facebook.com/dreamersacademy.com.bd

 

মন্তব্য ( ০)





  • company_logo