• শিশু সংবাদ

উলিপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • ০৬ আগস্ট, ২০২৩ ১৬:৫৫:৩০

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে খালের পানিতে ডুবে মোঃ সোহেল রানা স্বাধীন(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু বুড়াবুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বোতলা গ্রামের সুলতান হোসেনের পুত্র। জানা গেছে, শনিবার বিকালে ওই এলাকায় খেলতে গিয়ে বাড়ীর পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে ডুবে যায় শিশু স্বাধীন। শিশুটিকে বাড়ীতে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে খালের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখতে পায়। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার(৬ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo