• রাজনীতি

মানুষের অধিকারকে সামনে রেখে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রীঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • রাজনীতি
  • ২৭ জুলাই, ২০২৩ ২২:২৩:৫৮

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু সোনার মাটি ও মানুষকে কাজে লাগিয়ে এ দেশকে সোনার বাংলায় রুপান্তরিত করতে চেয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালে তাকে স্ব-পরিবারে হত্যা করায় সে স্বপ্ন পুরণ হয়নি। ৭৫ এর পর এদেশ উল্টো দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। উল্টো পথে চলতে চলতে এই বাংলাদেশ নিস্ব তিক্ত হয়ে গেছে। আমার কৃষক আমার শ্রমিক প্রজন্মের পর প্রজন্ম বিকৃত ইতিহাস জানার মধ্যে দিয়ে প্রকৃত ইতিহাস, শিক্ষা সব কিছু থেকেই পিছিয়ে গেছে। দেশে কোন স্থিতিশীলতা আসেনি। বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা এবং মানুষের অধিকারকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তার দক্ষ নের্তৃত্বে দেশ সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে  আয়োজিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা  বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার। এসময় উপস্থিত ছিলেন  সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলাম, মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন এবং আওয়ামীলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আফছার আলীসহ অন্যান্যরা।

 এর আগে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তসহ র‌্যালীতে অংশ নেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo