• সমগ্র বাংলা
  • লিড নিউজ

দিনাজপুরে বজ্রঘাতে ৩ যুবকের প্রাণহানি

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৭ জুন, ২০২৩ ২১:৫৪:২৯

প্রতীকী ছবি

দিনাজপুর  প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুর এবং চিরিরবন্দরে বজ্রাঘাতে ৩ যুবকের প্রানহানি ঘটেছে। আজ বুধবার বিকেলে হালকা ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্রপাতে প্রানহানির শিকার হয়েছে তারা। বজ্রাঘাতে প্রাণহানির শিকার ৩ জনের মধ্যে পাবর্তীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে দিনমজুর আব্দুল কুদ্দুস (২৫) ও হাবড়া ইউনিয়নের কুশুলপুর গ্রামের  ইব্রাহীম আলীর ছেলে কৃষক বুলবুল আহম্মেদ (৪৫) ঘটনাস্হলে এবং চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামের নয়া পাড়া গ্রামের জমির আলী ছেলে নুর আলম (২১) কে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে মৃত বলে ঘোষনা করা হয়েছে।

চলমান টানা তাপদাহের মধ্যে আজ বুধবার বিকাল ৩ টার দিকে আকাশ অন্ধকার হয়ে হালকা ঝড়ো বৃষ্টির সাথে স্বস্তির বৃষ্টি নামে। এসময় গাছের আম কুড়ানোর সময় পাবর্তীপুর উপজেলার আব্দুল কুদ্দুস ও রান্না ঘরে অবস্হানের সময় বুলবুল আহম্মেদে বজ্রাঘাতে প্রান হারিয়েছে। প্রাণহানির শিকার ওই দুজনের  পরিবারকে রাত ৮ টার দিকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন পার্বতীপুরের উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ঈসমাইল  হোসেন। এসময় উপস্থিত ছিলেন  ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা   শফিউল ইসলাম ও  মডেল থানার ইনচার্জ  আবুল হাসনাত খানসহ অন্যান্যরা।

এদিকে প্রায় একই সময়ে চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নে খোচনা গ্রামের নয়া বাজার এলাকায় বজ্রাঘাতে নুর আলম নামে আরেক যুবক বজ্রাঘাতে প্রান হারিয়েছে। নুর আলম (২১) উপজেলার সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামের নয়াপাড়া গ্রামের জমির আলী ছেলে স্থানীয়রা জানান, স্থানীয় নয়াবাজার থেকে বাড়ি ফেরার সময়  হঠাৎ ঝড়ো বৃষ্টির কবলে পড়ে  রাস্তার পাশের কদম গাছের তলায় আশ্রয় নিয়েছিল নুর আলম।   

এ সময়  গাছের উপর বজ্রপাত ঘটে  গুরুত্বর আহত হয় সে। তাকে  চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান জানান, নুর আলমের পরিবারকে ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo