• সমগ্র বাংলা
  • লিড নিউজ

'চলমান বিদ্যুৎ সংকটে প্রমানিত হয়েছে সরকারের দাবি করা উন্নয়ন টেকসই উন্নয়ন নয়'

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৭ জুন, ২০২৩ ১৯:৫১:৩৫

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, সরকার দাবি করেছিল বিদ্যুৎ সমস্যার সমাধান করে তারা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে পেরেছে। কিন্তু চলমান বিদ্যুৎ সংকটে উন্নয়নের বেলুন ফটো হয়ে প্রমানিত হয়েছে টেকসই উন্নয়ন নয়। কেবল মাত্র ইউক্রেন যুদ্ধ আর করোনার কারনে এমনটা হয়নি। দেশের সম্পদ ঠিকভাবে ব্যবহার না করে  রেন্টাল কোম্পানীর হাতে বিদ্যুৎ ছেড়ে দেওয়ায় দেশের মানুষকে দুভোর্গে ফেলা হয়েছে।

অন্তবর্তী সরকারের অধিনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১০ দফা ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত ৩ দিন ব্যাপি ঢাকা টু দিনাজপুর রোডমার্চের শেষ দিনে তিনি আজ বুধবার দুপুর ১২ টার দিকে দিনাজপুরের লোকভবন চত্তরে সমাবেশে বক্তব্য দেন জুনায়েদ সাকি। সমাবেশে অন্যান্যদের মধ্যে বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং ভাসানী অনুসারি পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্যরা। তবে সমাবেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী ছাড়া তেমন কোন উপস্হিতি চোখে পড়েনি। 

দিনাজপুরের সমাবেশ শেষে রংপুরের উদ্দেশ্যে দিনাজপুর শহর ত্যাগ করেন তারা। এর আগে প্রায় এক ডজন মাইক্রোবাসের বহরে সমাবেশস্হলে পৌছান তারা।

মন্তব্য ( ০)





  • company_logo