• আন্তর্জাতিক
  • লিড নিউজ

বাখমুতের পূর্বাংশ বারখিভকার ফের ইউক্রেনের দখলে

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৫ জুন, ২০২৩ ২২:২৬:৩১

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বাখমুতের একাংশ ফের দখল করে নেবে ইউক্রেন। সোমবার এক অডিওবার্তায় মন্তব্য করেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। বলেছেন, ইউক্রেনীয় সৈন্যরা বাখমুতের পূর্বাংশ বারখিভকার দখল নিয়েছে। 

প্রিগোজিন বলেছেন, এখন এরই মধ্যে বারখিভকার একটি অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সৈন্যরা নীরবে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাচ্ছে। এটি অপমানজনক। প্রায় এক বছরের দীর্ঘ সময়ের লড়াই শেষে গত মাসেই বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছিল ওয়াগনার। পরে তারা চলতি মাসের শুরুতে শহরটিকে রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।  

অডিওবার্তায় প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করে সৈন্যদের মনোবল বাড়ানোর প্রতি আহ্বান জানান। এ সময় সৈন্যদের প্রতি বীরত্বের সঙ্গে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে বাড়ুন, আপনারা এটি করতে পারবেন। আর যদি না করতে পারেন তবে বীরত্বের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করুন। 

এদিকে ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার ওলেকজান্দর সিরস্কি সোমবার বলেছেন, ইউক্রেনীয় বাহিনী বাখমুত অভিমুখে অভিযান অব্যাহত রাখবে। উল্লেখ্য, প্রিগোজিন বিগত কয়েক মাস ধরে শোইগু এবং গেরাসিমভের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছেন। তার অভিযোগ, তারা যুদ্ধক্ষেত্রে ওয়াগনারের জন্য পর্যাপ্ত গোলাবারুদ এবং সহায়তা দিতে ব্যর্থ হয়েছে এবং এ কারণে অপ্রয়োজনীয়ভাবে ওয়াগনার ভারি ক্ষতির সম্মুখীন হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo