• অর্থনীতি
  • লিড নিউজ

বাজেটের আগেও চড়া পরেও চড়া সবজির বাজার

  • অর্থনীতি
  • লিড নিউজ
  • ০২ জুন, ২০২৩ ১২:৪৮:৪১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গত কয়েকমাস ধরে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। ৬০ টাকার নিচে প্রায় কোনো সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। বাজেট ঘোষণার আগে যেমন বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছিল তেমনি বাজেটের পরেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

শুক্রবার (২ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বরবটি প্রতি কেজি ৬০ টাকায়, ঢেঁড়স প্রতি কেজি ৫০ টাকা,  বেগুন ৬০ টাকা, টমেটো ৮০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, মুলা ৬০ টাকা , শসা ৬০ টাকা, কাঁকড়ল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাক, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা এবং জালি কুমড়া প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। 

মালিবাগ কাঁচাবাজারে সাপ্তাহিক বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী খন্দকার আশরাফুল ইসলাম। বাজার ঘুরে সবজির চলমান অতিরিক্ত দামে তিনি হতাশ। তিনি বলেন, কয়েকমাস ধরে অতিরিক্ত বাড়তি দামে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে। এতে কি পরিমাণে অস্বস্তিতে আছে সাধারণ ক্রেতারা, বিষয়টি নিয়ে কেউ ভাবছে না, ভালোভাবে বাজার মনিটরিং হলে তাও হয়তবা কিছুটা কম দামে সবজি আমরা কিনে খেতে পারতাম। বাজেট ঘোষণার আগে যেমন বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছিল তেমনি বাজেটের পরেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

সবজি বাড়তি দামে বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিক্রেতারা বলছেন, বেশ কিছু সবজির মৌসুম এখন না, ক্ষেতে আগের ফসল শেষের পথে। নতুন করে সবজি উঠলে  তখন হয়তবা দাম কমতে পারে। রাজধানীর মহাখালী বাজারে আসা গার্মেন্টসকর্মী আব্দুর রহিম মিয়া বলেন, বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই, উপরে আছে ৭০/৮০ টাকা। সবজির দামই যদি এত হয়, তাহলে আমাদের মতো নিম্ন আয়ের সাধারণ মানুষ কীভাবে সবজি কিনবে।

এই অবস্থায় অল্প স্বল্প করে সবজি কিনে কোনোভাবে চলছি। মাছ মাংসের অতিরিক্ত দামের কারণে সব সময় কেনা যায় না। কারওয়ান বাজার থেকে সবজি কিনে এনে গুলশান সংলগ্ন লেকপাড় বাজারে বিক্রি করেন শরিফুল ইসলাম। সবজির বাড়তি দাম বিষয়ে তিনি বলেন, কারওয়ান বাজারেও মাল কম আসছে, যা আছে তার সব কিছুর বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া অনেক সবজির এখন মৌসুম শেষ হয়ে আসছে, তাই সরবরাহ কম।

নতুন সবজি উঠতে শুরু করলে দাম আবার কমে আসবে। তিনি বলেন, পাইকারি বাজারেও আমাদের বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে, এরপর তা নিয়ে আসার ট্রান্সপোর্ট খরচ, শ্রমিক খরচ, দোকান খরচ সব মিলিয়ে আমাদেরও খরচ বেড়ে যাচ্ছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। ফলে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

মন্তব্য ( ০)





  • company_logo