• অপরাধ ও দুর্নীতি

আনোয়ারায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, ঢাকা বেকারিকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ৩১ মে, ২০২৩ ১৯:৩৭:৫৩

ছবিঃ সিএনআই

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি মোড়কীকরণ না করা,মেয়াদ ও মূল্য সংযোজন না করায় ঢাকা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ মে) বিকাল ৫ টায় আনোয়ারা উপজেলাস্থ কালাবিবির দিঘির মোড়ে ঢাকা বেকারিকে ভ্রাম্যমান অভিযান চালিয়ে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী মোঃ আলম মিঞা, পিতাঃ মৃত নুর মিঞা কে  অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী, মোড়কীকরণ না করা, মেয়াদ ও মূল্য সংযোজন না করা ইত্যাদি অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং এ অভিযান পরিচালনা অব্যহত থাকবে।

 

মন্তব্য ( ০)





  • company_logo