• সমগ্র বাংলা

টেকনাফে আন্তজার্তিক জীববৈচিত্র দিবস পালিত 

  • সমগ্র বাংলা
  • ৩১ মে, ২০২৩ ১৭:৩১:৪৪

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : "বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার" এই প্রতিপাদ্য বিষয়ে টেকনাফে পালিত হয়েছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। ৩১ মে বুধবার সকাল ১০ টার সময় টেকনাফ রেঞ্জ সহ-ব্যবস্হাপনা কার্যালয়ে টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও টেকনাফ সহ ব্যবস্থাপনা সাধারণ পরিষদের সভাপতি মো: কামরুজ্জামান ও  টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো: মনিরুল ইসলাম।

কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের  সুশাসন ব্যবস্থাপক মোঃ ইকরাম আল এমরান। 

এতে জীবৈচিত্র্য বিষয়ক বিশদ আলোচনা করেন  নেচার এন্ড লাইফ প্রকল্পের ব্যবস্থাপক মনিটরিং এন্ড এভালুয়েশন আবুল কালাম আজাদ, টেকনাফ পৌর সভার ১ নং ওয়ার্ড কাউন্সিল দিল মোহাম্মদ দিলু, টেকনাফ সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য মো: ওসমান গনি ও  খুরশিদা বেগম।

প্রধান অতিথি বক্তব্যে ইউএনও বলেন, বন, পরিবেশ ও জীববৈচিত্র্য  রক্ষায় জনগণকে আরো সোচ্চার করতে হবে। তাহলে আজকের এই দিবসের গুরুত্ব ফুটে উঠবে। 

এর আগে  সহকারী বনসংরক্ষক মোঃমনিরুল ইসলাম এর নেতৃত্বে র্যালী টেকনাফের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে এই দিবস পালিত হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo