• তথ্য ও প্রযুক্তি

ফেসবুকের থেকে ব্যক্তিগত তথ্য লুকাবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি
  • ৩০ মে, ২০২৩ ১৮:১৭:২১

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠেই ফেসবুকে ঢুঁ মারেন। সারাদিন বিভিন্ন ছবি, স্ট্যাটাস শেয়ার করেন ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে। একটু পর পর গিয়ে দেখে নেন কত লাইক, কমেন্ট পড়লো।

তবে জানেন কি? ফেসবুক ব্যবহারকারীদের অ্যাক্টিভিটি ট্র্যাক করে। কিন্তু ব্যবহারকারী যখন অফলাইন থাকে তখনো এই অ্যাক্টিভিটি ট্র্যাকিং চলে। এরপর সেসব তথ্য চলে যাচ্ছে অন্যান্য বিভিন্ন অ্যাপের কাছে।

জেনে নিন কীভাবে ফেসবুকের ট্র্যাকিং বন্ধ করবেন-

. এজন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।
. এবার ‘সেটিংস’ অপশনে যেতে হবে, এখান থেকে পারমিশন অপশনে ‘অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’তে ক্লিক করুন।
. ‘অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’তে ক্লিক করলে দেখবেন কোন কোন অ্যাপের কাছে আপনার তথ্যের অ্যাক্সেস রয়েছে।
. এই অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য ওই অপশনের নিচে ‘ক্লিয়ার হিস্ট্রি’ অপশনে ট্যাপ করুন। এভাবে আপনার বর্তমান ডেটা মুছে যাবে
. ভবিষ্যৎ ডেটা মোছার জন্য ‘ক্লিয়ার হিস্ট্রি’ অপশনের নিচে ‘ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি’ অপশনে ক্লিক করুন।
.এরপর ‘ফিউচার অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’ অপশনটি অফ করে দিন।

সূত্র: ফেসবুক হেল্প সেন্টার

মন্তব্য ( ০)





  • company_logo