• তথ্য ও প্রযুক্তি

এখন থেকে হোয়াটস অ্যাপে করা যাবে স্ক্রিন শেয়ারিং

  • তথ্য ও প্রযুক্তি
  • ২৮ মে, ২০২৩ ১৭:০৫:৫০

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ হোয়াটস অ্যাপে এখন স্ক্রিন শেয়ার করা যাবে। তবে স্ট্যাবল অ্যাপ ব্যবহারকারীরা নয়, যারা বেটা ভার্সন ব্যবহার করছেন তারা নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন।

কল করার সময় অপরপ্রান্তের ব্যক্তিকে আপনার স্ক্রিনের কোনোকিছু দেখাতে এই স্ক্রিনশেয়ার কাজে আসবে। গুগল মিট, মাইক্রোসফট টিম এবং জুমে এই ফিচার আগে থেকেই আছে। হোয়াটস অ্যাপেও এবার চালু হলো। কল করার সময়ই নিচের দিকে একটি বাটনে এই অপশন যুক্ত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo