
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নাগরিকদের তদন্ত সেবা নিশ্চিত করতে পুলিশের মনিটরিং সেলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা পুলিশের মনিটরিং সেল এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে মনিটরিং সেলেে বিশেষ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন। বিজ্ঞ সিজিএম পুলিশ অফিসারদের সাথে তদন্ত, প্রসিকিউশন, আলামত নিস্পত্তি সংক্রান্তে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গতিশীল ও মানসম্পন্ন তদন্তের বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেন।
এসময় পুলিশ সুপার বলেন, সদাশয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্বসমুহ যথাযথভাবে প্রতিপালন করা আবশ্যক। মামলা তদন্ত, নন-এফআইআর প্রসিকিউশন, এনইআর, জেল প্যারেড, ক্যাটাগরিক্যালী ওয়ারেন্ট নিস্পত্তির জন্য তিনি পুলিশ পরিদর্শক তদন্ত, তদন্তকারী অফিসার পুলিশ সাব ইন্সপেক্টরদের বিভিন্ন প্রেষণা ও প্রেরণা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ কর্তৃক ক্রাইম (অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) এস এম ইস্রফীল হাসান, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ রাসেল রানা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের জনগণকে হেয় করে মন্তব্য না ...
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে ভিন্ন-...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কল...
মন্তব্য ( ০)