• বিশেষ প্রতিবেদন

দিনাজপুরে কৃষকদের মাঝে স্মার্টকার্ডে এবি ব্যাংকের ৫০ কোটি টাকার কৃষি ঋন বিতরন

  • বিশেষ প্রতিবেদন
  • ২০ মে, ২০২৩ ১৬:১৪:৩৯

ছবিঃ সিএনআই

 দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে স্মার্ট কার্ডের মাধ্যমে ৫ হাজার অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫০ কোটি টাকার কৃষি ঋন বিতরন শুরু করেছে এবি ব্যাংক লিমিটেড।  আজ শনিবার স্হানীয় গোর এ শহীদ ময়দানে ৫ হাজার কৃষকের সমাবেশে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড তুলে দেন তারা। জমি বন্ধকী অথবা জামানত ছাড়াই মাত্র ৪ শতাংশ হারে সুদের বিনিময়ে সবোর্চ্চ ৩ লাখ টাকা পর্যন্ত কৃষি ঋন সুবিধা পাবেন স্মার্টকার্ডধারি কৃষকরা।

বছরে যে সময়ে যে কোন ফসল চাষাবাদে যখন ইচ্ছে খুশি ঋনের বরাদ্ধ টাকা তুলতে পারবেন তারা। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,  এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্হাপনা পরিচালক তারিক আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিমসহ অন্যান্যরা।

ঋন গ্রহিতা প্রান্তিক চাষীদের হাতে স্মার্টকার্ড তুলে দিয়েছেন তারা। ওই কার্ডের মাধ্যমে  হয়রানী ছাড়াই এটিএম কার্ডের মতই সুবিধাজনক সময়ে প্রয়োজন ভিত্তিক ঋনের টাকা তুলতে পারবেন তারা। ব্যাংক কর্মকর্তারা জানান, দিনাজপুরের আগে আরো ১২ টি জেলায় ইতমধ্যে প্রান্তিক চাষীদের মাঝে সিমিক সুদে ঋন বিতরনের সুবিধার্থে স্মার্টকার্ড তুলে দিয়েছেন তারা। 

মন্তব্য ( ০)





  • company_logo