• বিনোদন

ছয় বছর বিরতির পর নতুন মিশন নিয়ে ফিরল ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’

  • বিনোদন
  • ০৭ মে, ২০২৩ ১১:৩৭:৪৪

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ছয় বছর বিরতির পর নতুন মিশন নিয়ে পৃথিবীতে আসছেন ‘মহাবিশ্বের রক্ষাকর্তারা’; আর প্রথম দিনই তাদের দেখা মিলবে ঢাকায়! শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি’। আর আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটি দেখতে পাচ্ছেন ভক্তরা। নতুন মিশন নিয়ে এসেছে মহাবিশ্বের রক্ষাকর্তারা। ছয় বছর বিরতির পর আবার পৃথিবীতে আসছে তারা। বলছি, গ্যালাক্সির সেই গার্ডিয়ানদের কথা; ২০১৪ সালে প্রথমবার পর্দায় এসেই যারা আলোড়ন তুলেছিলেন বিশ্বজুড়ে। দীর্ঘ অপেক্ষার দিন পেরিয়ে আবারও প্রিয় সুপার হিরোদের দেখতে পাবেন দর্শকরা।

রহস্যময় এ মহাবিশ্বে ব্যাপক বিপর্যয় ঘটিয়েছিল গার্ডিয়ানের দল। পরে তারাই আবার মহাজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। সেই ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ আবার ফিরে এসেছে। আগের দুই কিস্তির মতো এ পর্বেরও পরিচালক জেমস গান বরাবরের মতোই তারকাবহুল মার্ভেল সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস প্যাট, জো সালডানা, ভিন ডিজেল ও ব্র্যাডলি কুপার। এবার নতুন এক অভিযানে দেখা যাবে সেই ব্যতিক্রমী বন্ধুদের। গার্ডিয়ানস সিরিজের এবারের পর্বেও আছে সেই চোর পিটার কিল, সবুজ-ত্বকের অধিকারী যোদ্ধা গামোরা, পেশিবহুল ড্র্যাক্স, শয়তান রকেট এবং ভিনগ্রহী গাছ গ্রুট। তাদের মধ্যে বিভেদ শুরু হয় সোনালি-ত্বকের অধিকারী খলচরিত্র আয়েশার প্ররোচনায়। দ্বিতীয় কিস্তিতে দেখা গেছে, বাবার সঙ্গে পিটারের দীর্ঘ প্রতীক্ষিত পুনর্মিলন। পিটার চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট। কাহিনির ধারাবাহিকতায় এবার নতুন মিশনে দেখা যাবে গ্যালাক্সি’র গার্ডিয়ানদের।

এ যাত্রায় সুপার হিরোরা আবির্ভূত হবেন আরও দুর্ধর্ষ ভূমিকায়। সিনেমার টিজার ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। এর চোখ ধাঁধানো ভিজুয়াল ইফেক্টস রীতিমতো মুগ্ধ করেছে সবাইকে। ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির তৃতীয় পর্বের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় এবারও আছেন জেমস গান। ২০১৪ সালে সিরিজের প্রথম চলচ্চিত্রটি ব্লকবাস্টার হিট হয়েছিল। বিশ্বজুড়ে সিনেমাটি ৭৭ কোটি ডলারের বেশি আয় করে। আগের দুই পর্বই ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ সুপার হিরো ভক্তদের জন্য নতুন আনন্দ নিয়ে এসেছিল। বাজিমাতও করেছিল। দর্শক-সমালোচকরা এবারও তাই আগ্রহভরে অপেক্ষা করছেন সিরিজের তৃতীয় কিস্তি কেমন হয়, তা দেখার জন্য।

 

মন্তব্য ( ০)





  • company_logo