• অপরাধ ও দুর্নীতি

টাঙ্গাইলে মামা হত্যা মামলায় দুই ভাগ্নে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৬ এপ্রিল, ২০২৩ ১৭:২৩:৩১

ছবিঃ সিএনআই

মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে আব্দুল জলিল (৪৫) হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আসামিরা সম্পর্কে নিহত আব্দুল জলিলের ভাগ্নে। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে জেলার কালিহাতী বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সিহাদ মিয়া (২৩) ও নোমান (২৫)। তারা মধুপুর উপজেলার সোলাকুড়ি (গিলাগাইছা) গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। টাঙ্গাইল র‌্যাব-১৪-এর কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার জন্য মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ১৫ এপ্রিল উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধারা বাজারে আসামি সিহাদ মিয়ার সাথে ক্যারম খেলাকে কেন্দ্র করে নিহত আব্দুল জলিলের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন ইফতারের আগে হরিণধারা বাজার এলাকায় ধারালো ছুরি দিয়ে দুই ভাগ্নে আব্দুল জলিলকে হত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo