• সমগ্র বাংলা

ফরিদপুরে নির্যাতিত পিতা-পুত্রের বাড়িতে পরিদর্শনে জেলা প্রশাসক

  • সমগ্র বাংলা
  • ০১ এপ্রিল, ২০২৩ ২২:১৫:৪২

ছবিঃ সিএনআই

এহসান রানা, ফরিদপুর:  ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় ভাড়া বাড়িতে বসবাসরত ইয়ামিন মৃধা ও তার ছেলেকে জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নির্যাতনের ঘটনায় ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার  শনিবার বিকেলে ইয়ামিন মৃধার বাড়িতে খোঁজ খবর নিতে আসেন এবং পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসক এ সময় ইয়ামিন মৃধার হাতে নগদ বিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান ও চাল,ডাল,তেল,লবনসহ বেশকিছু ফলমূল উপহার দেন। এছাড়া ইয়ামিন মৃধার ছেলে-মেয়ের লেখাপড়া ও দুই শতাংশ জমিসহ একটি ঘর প্রদানের ব্যবস্থা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল আলম বাচ্চু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,সম্প্রতি একটি মিথ্যা অভিযোগে ইয়ামিন মৃধা ও তাঁর পুত্র রাজন মৃধাকে(১৩) কে আড়ুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে বেদম মারপিট করে আহত করা হয় যা রীতিমত ফেসবুক দুনিয়াতে ভাইরাল । 

মন্তব্য ( ০)





  • company_logo