• প্রশাসন

স্বাধীনতা এবং জাতীয় দিবসে পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত 

  • প্রশাসন
  • ২৭ মার্চ, ২০২৩ ১৭:১৪:৪৩

ছবিঃ সিএনআই

আল মাসুূদ,পঞ্চগড়: বাংলাদেশের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের ৫২তম বার্ষিকীতে সর্ব উত্তরের জেলা  পঞ্চগড়ের সীমান্ত তোয়ারী বাংলাবান্ধার জিরো পয়েন্টে যৌথ প্যারেড করেছে বিজিবি-বিএসএফ। 

রোববার (২৬ মার্চ) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাবান্ধা আইসিপি এবং ভারতীয় ১৭৬ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ি আইসিপির জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের এই যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজহারুল হক প্রধান। এসময় বিজিবির পক্ষে রংপুরের উত্তর পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, এবং ভারতের পক্ষে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের বিএসএফ আইজি শ্রী অজয় সিং উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান, ঠাকুরগাও এর নবাগত সেক্টর কমান্ডার কর্ণেল এম এইচ হাফিজুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহফুজুল হক,বিএসএফের শিলিগুড়ি সেক্টরের ডিআইজি নির্মান সিং আউজলা, ১৭৬ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট এস এস সিরোহী, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা উপস্থিত ছিলেন।

এসময় কর্মকর্তা,কর্মচারীসহ বাংলাদেশ, ভারতের দুই পাশের আগত নাগরিকগণ দিবসটি স্বরণিয় করে রাখতে বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর রিট্রিট প্যারেড প্রদর্শন করেন। এর আগে ফুঁলের শুভেচ্ছা, মিষ্টি বিনিময় ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

মন্তব্য ( ০)





  • company_logo