• সমগ্র বাংলা

ফরিদপুরে রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা
  • ২৭ মার্চ, ২০২৩ ১৬:১৪:৪৮

ছবিঃ সিএনআই

এহসান রানা,ফরিদপুর: ফরিদপুরে জেলা রাজস্ব সম্মেলন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে সোমবার  সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৯ টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রাজস্ব শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।  

ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লিটন আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী,  সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান ডিসি অফিসের জেনারেল সার্টিফিকেট শাখার সহকারী কমিশনার মোঃ আসাদুর রহমান প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, জেলায় যেসকল উপজেলায় এ পর্যন্ত ভূমিহীন হিসাবে যাদের তালিকা পাওয়া গেছে, তাদের সবাইকেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে। জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করতে জরুরী ভাবে নির্দেশ দিয়েছেন। 

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী জানান, আগামী জুনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হবে

রাজস্ব সম্মেলনে জেলার ভূমি উন্নয়নে নামজারী মোকদ্দমা পরিস্থিতি, ভূমি অফিসের ব্যবস্থাপনা, খাসজমি উদ্ধার আশ্রয়ণ প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং জেলা প্রশাসক সকল কর্মকর্তা কর্মচারীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।  এছাড়া  করণীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo