• বিশেষ প্রতিবেদন

বিকাশ এ্যাকাউন্ট থেকে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার করেছে ২ এপিবিএন

  • বিশেষ প্রতিবেদন
  • ২৫ মার্চ, ২০২৩ ১৭:২৯:৫৮

ছবিঃ সিএনআই

কাফি খান,ময়মনসিংহঃ গত ২৭ ফেব্রুয়রি ২০২৩  রাত অনুমান ০৭ঃ৫৬  সময় বিকাশ পার্সোনাল এ্যাকাউন্ট নম্বর ০১৮২২-৩৩৮৬৮ থেকে অপর একটি বিকাশ এজেন্ট এ্যাকাউন্ট নম্বর ০১৭৯০-২১৪৪৬৬’তে ৮,৬২০/- টাকা পাঠানোর সময় ভুলক্রমে বিকাশ এ্যাকাউন্ট নম্বর ০১৭৯০-২১৮৮৬৬’তে চলে যায়। পরবর্তীতে ভুক্তভোগী সেফা আয়াত হোসেন বান্দরবান সদর থানায় সাধারণ ডাইরী (জিডি) নং-৫৭৪, তাং-১৩ মার্চ ২০২৩  দায়ের করেন।

উক্ত জিডির কপি ২ এপিবিএন, মেঘলা বান্দরবানের সাইবার এনালাইসিস টিম সংগ্রহ করে ২ এপিবিএন হেঃকোঃ এর এলআইসি শাখার সহায়তায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভুলক্রমে চলে যাওয়া বিকাশ এ্যাকাউন্ট নম্বর ০১৭৯০-২১৮৮৬৬ এর পরিচয় চিহ্নিত করেন। গত ২৭/০২/২০২৩ খ্রিঃ ভুলক্রমে চলে যাওয়া টাকা অদ্য ২৫ মার্চ ২০২৩  উদ্ধার পূর্বক ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান স্যার মহোদয়ের উপস্থিতিতে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

মন্তব্য ( ০)





  • company_logo