• সমগ্র বাংলা

নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ২৫ মার্চ, ২০২৩ ১৫:০৪:৪৩

ছবিঃ সিএনআই

সোহেল রানা, নড়াইল: নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে, গণহত্যা ও মুক্তিযুদ্ধা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা হল রুমে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।এ সময় আরো বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, তবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফখরুল হাসান(সার্বিক)শাশ্বতী শীল (রাজস্ব) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনায় বক্তরা বলেন, বাঙালি জাতিকে চিরতরে স্ত্মব্ধ করে দেবার উদ্দেশ্যে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্ত্মানি হানাদার বাহিনী 'অপারেশন সার্চ লাইট' নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা চালায়। সেইদিন হানাদার বাহিনীর বীভৎস হত্যাকান্ড শুধু বাংলাদেশের নয় বিশ্বমানবতার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে রচিত হয়। 'অপারেশন সার্চ লাইট' ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা।

মন্তব্য ( ০)





  • company_logo