
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের পাশাপাশি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সরব উপস্থিতি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। খেলছেন আইপিএল, পিএসএল, সিপিএল কিংবা বিগব্যাশের মতো জনপ্রিয় সব লিগ। তবে বারবার প্রত্যাখ্যাত হচ্ছেন ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড থেকে। টুর্নামেন্টটির সবকটি আসরের ড্রাফটেই নাম দিয়েছিলেন সাকিব। তবে দল পাননি একবারও। সর্বশেষ এবারো পেলেন না। নিজের ৩৬ তম জন্মদিনের দিনেই এমন খবর এলো। আগামী পহেলা আগস্ট অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের তৃতীয় আসর। ইংল্যান্ডের জনপ্রিয় এই লিগের নিলামের জন্য ৬২০ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন।
যার মধ্যে ছিলেন সাকিব আল হাসানসহ বাংলাদেশি ৬ ক্রিকেটার। তবে বৃহস্পতিবারের (২৩ মার্চ) নিলামে দল পেলেন না কেউই। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টের আগামী আসরের ড্রাফটে ১ লাখ ২৫ হাজার পাউন্ডে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা সাকিবকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কেউ। সাকিবের মতো দল পাননি বাংলাদেশের বাকি পাঁচ ক্রিকেটারও। যে তালিকায় লিটন দাসের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সৌম্য সরকার এবং আফিফ হোসেন ধ্রুব। ড্রাফটে লিটনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ হাজার পাউন্ড।
আফিফ ছিলেন ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে।বাকি তিন ক্রিকেটার নাসুম, তাসকিন এবং সৌম্যর ছিল না নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য। অন্যদিকে নারী দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছিলেন জাহানারা আলম। বাংলাদেশ থেকে একমাত্র নারী ক্রিকেটার হিসেবে দেওয়া জাহানারাকেও দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি কেউ। সাকিব-লিটন ছাড়াও দল পাননি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। ট্রেন্ট বোল্ট, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও রাইলি রুশোরা অবিক্রীতই থেকে গেছেন।
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্...
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনে...
আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত ...
স্পোর্টস ডেস্কঃ ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দ...
মন্তব্য ( ০)