
ছবিঃ সিএনআই
মোহাম্মদ তারেক, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ি এলাকা থেকে জাল দিয়ে অভয়ারণ্যে হরিণ শিকারী ৫ জনকে আটক করেছে বাঁশাখালী উপজেলা প্রশাসন। বাঁশাখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানায়, গতকাল ২১ মার্চ, বাঁশখালী উপজেলার নাপোড়া চুনতি অভয়ারণ্যে বন-বিভাগের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এই সময় চুনতি অভয়ারণ্যে মায়া হরিণ শিকার(জবাই) ও পরিবহনের সময় বাঁশখালী নাপোড়া ৫ নং ওয়ার্ডের মো:আলীর ছেলে মো: জসিম(২১), আলী হোসেনের ছেলে মোঃ নেজাম(২০),নেয়ামত আলীর ছেলে মনজুর(৩০),আব্দুল হকের ছেলে মোঃ হোসেন(৪০),মকসেদ আলীর ছেলে কালু(১৮) কে আটক করা হয়।আটককৃত প্রত্যেক কে বণ্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ২৩(২) ধারার অপরাধে ২৬(১ক) ধারায় ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই সময় জবাইকৃত মায়া হরিণ টি মাটি চাপা দেওয়া হয় ও হরিণ ধরতে ব্যবহৃত জাল পুড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, বণ্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানবসম্পদ পেশাজীবীদের অন্যতম ...
চট্টগ্রাম প্রতিনিধি: বায়েজিদে অগ্নিদগ্ধ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: "স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্র...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ...
মন্তব্য ( ০)