• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে র‍্যাবের অভিযানর প্রায় ৪ কোটি টাকার হেরোইন, অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার৩

  • অপরাধ ও দুর্নীতি
  • ২১ মার্চ, ২০২৩ ২২:৩৯:২৫

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুর: বাড়ির উঠানের মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো  বিপুল পরিমান হেরোইন এবং অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানীর সদস্যরা। আজ মঙ্গলবার বিরলেে দামাইল ঝলঝলি পাড়া গ্রামে ওই অভিযান চালান তারা।র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে (কাঞ্চন ব্রিজ পার হয়ে) দিনাজপুর জেলার বিরল থানাধীন দামাইল ঝলঝলি পাড়া গ্রামে গতকাল ২১ মার্চ দুপুরে একটি বাড়ির উঠানের মাটি খুড়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় হেরোইন এবং অবৈধ দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে।

অভিযানের বিষয়ে প্রেস ব্রিফিং বিস্তারিত জানিয়েছেন র‍্যাবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মদআব্দুর রাজ্জাক খান।তিনি জানান, বিরল উপজেলার দামাইল ঝলঝলি পাড়া গ্রামের  মৃত মতিয়ার রহমানের স্ত্রী ফাতেমা বেগমের বাড়ীতে মঙ্গলবার দুপুরে অভিযান চালায়। তারা। এসময় বাড়ীর আঙিনার মাটি খুঁড়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যে ১ কেজি ৫০৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন তারা। এছাড়াও দেশীয় অস্ত্র বাটসহ ৩ ফুট লম্বা ৩টি বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল উদ্ধার উদ্ধারসজ  ফাতেমার ছেলে ফাহিমুর রহমান ফান্টু (২০) এবং তার দুই ভায়েস্তা খানসামা উপজেলার রামনগর গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে সোহেল রানা (২৫) শাহীন কবির (২২) কে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিরল থানায়  একটি মাদক সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে আরেকটি মামলার দায়ের করেছে র‌্যাব।

মন্তব্য ( ০)





  • company_logo