• সমগ্র বাংলা

টেকনাফে এবার স্বপ্ন পূরণ ৮৭ গৃহহীন পরিবারের

  • সমগ্র বাংলা
  • ২০ মার্চ, ২০২৩ ২০:৫৭:২৩

ছবিঃ সিএনআই

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার: টেকনাফে এবার  প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছে ৮৭ জন গৃহহীন পরিবার। ২০ মার্চ (সোমবার) সকালে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানিয়েছন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী। উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত প্রমূখ। ইউএনও মো: কামরুজ্জামান বলেন, উপজেলার গৃহহীন সকল মানুষের ঠাঁই হবে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের বসত ঘরে। তারই অংশ হিসেবে সারাদেশের ন্যায় টেকনাফে এবার ৪র্থ পর্যায়ে ৮৭ গৃহহীন ঘর পাচ্ছেন। এছাড়া ঐ দিন তৃতীয় পর্যায়ের ৫৬ টি ঘরও গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে।

আগামী ২২মার্চ (বুধবার) ৪র্থ পর্যায়ে সর্বমোট ১৪৩টি ঘর গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে। একই দিন সারাদেশে আরো ৬৫ হাজার ৪৭৪ জনকে গৃহহীনদের দেওয়া ঘরগুলো প্রদান কার্যক্রম  ভিডিও কনফারেন্সন'র মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর খতিয়ান, আনুষাঙ্গিক দলিলপত্রসহ তাদের ঘরের চাবি বুঝিয়ে দেয়া হবে। উল্লেখ্য, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এর আগে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার উক্ত কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে মুজিববর্ষে ভূমিহীন- গৃহহীন পরিবারকে প্রথম-দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কয়েকজনসহ সর্বমোট ৩৬০ পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo