• সমগ্র বাংলা

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের প্রেস ব্রিফিং

  • সমগ্র বাংলা
  • ২০ মার্চ, ২০২৩ ১৭:০২:৫৬

ছবিঃ সিএনআই

 মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। "আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার" এই প্রতিপাদ্য নিয়ে ২০ মার্চ বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। 

তিনি জানান তৃতীর্য় পর্যায়ে ক শ্রেনীর আশ্রয়হীনদের মাঝে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে ৬শত ৮৯ টি। এছাড়াও ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫শত ২১ টি ঘরের মধ্যে ২শত ৭ টি ঘর হস্তান্তর করবেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আবুল হাসেম,  রেভিনিউ ডেপুটি কালেক্টর নাহিয়ান নুরেন'সহ টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

 

মন্তব্য ( ০)





  • company_logo