• আন্তর্জাতিক
  • লিড নিউজ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ১৬ মার্চ, ২০২৩ ১০:৩৬:১৬

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে দেশটির কারমাডেক দ্বীপপুঞ্জ এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।

ইউএসজিএসের মতে, ভূমিকম্পের উৎস ভূগর্ভে ১০ কিলোমিটার। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, ভূমিকম্পের উৎস থেকে 300 কিলোমিটার এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এর আগে, 15 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল 6.3।

ভূমিকম্পের ঠিক আগে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে দেশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন।

মন্তব্য ( ০)





  • company_logo