• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায় ৩ জনের কারাদণ্ড 

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৮ মার্চ, ২০২৩ ১৩:২৭:১৩

ছবিঃ সিএনআই

মোঃফারুক হোসেন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর সাত্তারের ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনকে আটক করেন। এর মধ্যে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত দুই জনকে তিন মাস ও একজন কে এক বছরের  কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত  দন্ডপ্রাপ্ত দুই জন  হল শিবগঞ্জ উপজেলার 

উজিরপুর ইউনিয়নের সাইফুলের ছেলে মোঃ হেলাল(২৪),বাবুপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রবিউল ইসলাম (২৫)।এছাড়াও গাড়ির মালিক অবৈধভাবে বালু উত্তোলন সিন্ডিকেটের মূল হোতা একই উপজেলার উজিরপুর ইউনিয়নের মোস্তফার ছেলে আজিজুল (৪৫)কে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। 

আজ বুধবার ভোর ৪ টায় অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে এলে তাদের দুইজনকে তিন মাস ও মূল হোতাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মন্তব্য ( ০)





  • company_logo