• শিশু সংবাদ
  • লিড নিউজ

দিনাজপুরে শিশু-কিশোর নাট্যৎসব শুরু

  • শিশু সংবাদ
  • লিড নিউজ
  • ০৬ মার্চ, ২০২৩ ১৯:৪৩:১৩

ফাইল ছবি

সালাউদ্দিন আহমেদ, দিনাজপুরঃ  বনার্ঢ্য শোভাযাত্রা এবং আলোচনাসভার মধ্য দিয়ে দিনাজপুরে ১ম বারের মত শুরু হয়েছে ৮ দিন ব্যাপি শিশু কিশোর নাট্যৎসব। উৎসবে মঞ্চায়িত হবে হাই স্কুল পর্য্যায়ের শিক্ষার্থীদের অভিনিত ১৯টি  শিক্ষামূলক নাটক।  

আজ সোমবার বিকালে শিল্পকলা চত্তর থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের করেন আয়োজকরা। এতে অংশ নেন শিল্পকলা একাডেমি মহা পরিচালক লিয়াকত আলী লাকী এবং হুইপ ইকবালুর রহিম এমপিসহ অন্যান্যরা।

 মাদকাসক্তি এবং জঙ্গীবাদে জড়িয়ে পড়া থেকে আগামী প্রজন্মকে রক্ষার পাশাপাশি  সংস্কৃতিমনা দেশপ্রেমিক মানবিক মানুষ গড়ে উঠার প্রত্যয় নিয়ে ওই নাট্যৎসবের আয়োজনন করেছে দিনাজপুরের শতবর্ষী সংগঠন নাট্য সমিতি।

প্রথম দিনে আজ  মঞ্চায়ন করা হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "কাবুলিওয়ালা নাটক। একে একে মঞ্চায়ন করা হবে অস্তিত্বের সন্ধ্যানে, মালেকার বিয়ে,অগ্নিগীরি, বাসেত মিয়ার জমি, ডাকঘর, দেশি মুরগী বনাম বিদেশী মুরগী, সিলেবাসের বাইরে প্রধান শিক্ষক, ডেল্লাখের গল্প, বাড়িয়ে দাও হাত, চিকটিক, জুতা আবিষ্কার, কালোছায়া, দুস্টু বাঘ, ইভ টিজিং, ছুটি, সুকুমার রায়, খুকির শিক্ষা সফর এবং খ্যাতির বিড়ম্বনা ' নামক শিক্ষামূলক নাটক সমুহ। একটি টিকেটের বিনিময়ে ৩ টি করে নাটক উপভোগ করতে পারবেন দর্শকরা।

মন্তব্য ( ০)





  • company_logo