• রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষা জন্য হাসপাতালের পথে খালেদা জিয়া

  • রাজনীতি
  • ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১৬:৩৩:১৯

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী সাদা গাড়িটি ছেড়ে যায়। এসময় দলীয় নেতাকর্মীদের খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তার গাড়ি বহরে সামনে-পেছনে অবস্থান নিতে দেখা যায়।বিএনপির চেয়ারপাসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, বিকেল ৪টা ১৫ মিনিটে ম্যাডাম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওনার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যাবে তিনি ভর্তি হবেন নাকি আবার বাসায় চলে আসবেন।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার খবর জানাজানি হওয়ার পর ফিরোজার সামনে ভিড় জমান বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে, অন্যান্যবারের তুলনায় এবার খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতাকর্মীদের ভিড় কিছুটা কম দেখা গেছে।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo