• শিশু সংবাদ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, দিনাজপুরে লক্ষ্যমাত্রা ৩ লক্ষ ৪২ হাজার ৪৩ জন শিশু

  • শিশু সংবাদ
  • ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৩৬:০৯

ছবিঃ সিএনআই

সালাউদ্দিন আহমেদ, দিনাজপুরঃ ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান” -এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২০ ফেব্রুয়ারী দিনাজপুরে ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্হ্য বিভাগের আয়োজনে স্হানীয় সাংবাদিকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেনারেল হাসপাতালের মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রিন্ট এবং ইলেক্ট্রোনিক্সসহ বিভিন্ন গন মাধ্যমে কর্মরতারা। এবারের প্রথম রাউন্ডে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লক্ষ ৪২ হাজার ৪৩ জন শিশু।

দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মােহাম্মদ এ.এইচ.এম. বারহান-উল-ইসলাম সিদ্দিকী জানান, আগামী ২০ ফেব্রুয়ারী প্রথম রাউন্ডে দিনাজপুর জেলায়  ৬-১১ মাস বয়সি ৩৬ হাজার ৭’শ ৪৬ জন  এবং ১২-৫৯ বয়সী ৩ লক্ষ ৫ হাজার ৩’শ ৩৭ জন শিশুসহ মােট ৩ লক্ষ ৪২ হাজার ৮৩ জন শিশুকে এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানাের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।  কর্মসূচি বাস্তবায়নে স্হায়ী ১৩টি,  অস্হায়ী ২ হাজার ৫৮৯টি অতিরিক্ত  আরো ১২টিসহ  মােট ২ হাজার ৬’শ ১৪ টি কেন্দ্র খোলা হবে। 

শিশুদেন ভিটামিন খাওয়াতে ৫ হাজার ৮’শ ৭৬ জন মাঠ কর্মী ও স্বেচ্ছেসেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপস্হিত ছিলেন কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্হ্য শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম । সাংবাদিক সালাহ উদ্দিন আহমেদ,  শাহ্ আলম শাহী, নুরুল হুদা দুলাল, রেজাউল করিম রঞ্জু, শাহিন হােসেন, কামরুল হুদা হেলাল, মাের্শেদুর রহমান মাের্শেদ, আকরাম হােসন বাবলু,  মনসুর রহমান, রফিকুল ইসলাম ফুলাল, রিয়াজুল ইসলাম, এমদাদুল হক, আবু বক্কর সিদ্দিক, আনিসুর রহমান দুলাল,  ইউসুফ আলী, মুকুল চ্যাটার্জী, বিপুল কুমার সরকার সানি, কাশী কুমার দাস ঝন্টু, খাকন কুমার দেব, জিন্নাত হােসেন, গৌরি শংকর রায়, মােফাসিরুল  রাশেদ । 

মন্তব্য ( ০)





  • company_logo