
ছবিঃ সিএনআই
মোঃ হাসান, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে দ্রব্য মূল্যের দাম কমানোর দাবীতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে চাল,ডাল ও সয়াবিন তেলসহ নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণে ভুর্তুকি বৃদ্ধির দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা কমরেড দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা প্রমুখ।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একজন রিক্সাচালক সারাদিনে আয় করে ৩'শ টাকা অথচ পরিবার চালাতে তাকে খরচ করতে হয় ৬'শ টাকা। এ অবস্থা চলতে পারে না। অনতিবিলম্বে চাল,ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণে ভুর্তুকি বৃদ্ধির দাবি জানান।
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুর রংপুর মহা সড়কের ১০...
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা আর মা...
রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ার কেরানিহাট দ...
জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার: বৈরী আবহাওয়ার কারণে সেন্টম...
মন্তব্য ( ০)