• শিক্ষা

বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে চালু হলো ‘স্কুল বাস’

  • শিক্ষা
  • ০৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১৮:২৫:২১

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়াঃ বগুড়া জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চালু হলো প্রতিষ্ঠানের নিজস্ব স্কুল বাস। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সুসজ্জিত বাসে শিক্ষার্থী ও শিক্ষকদের যাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাসটির চলাচল শুরু হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আল মামুন সরদারের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে স্কুল বাসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন। এসময় তিনি বলেন, বগুড়া জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানে ধীরে ধীরে সকল অবকাঠামোগত উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমানে এই স্বনামধন্য বিদ্যালয়ে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ণ করছে যাদের অনেকে দূর থেকে আসে। তাই স্বল্প খরচে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আপাদত ১টি স্কুলবাস চালু করা হলো তবে প্রয়োজনে এটি সংখ্যায় আরো বাড়ানো হবে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সর্বদা আন্তরিকতা ও  স্নেহাশীষে মানসম্মত পাঠদানের ইতিবাচক ধারা অব্যাহত রাখতে শিক্ষকদের আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও একাডেমিক ইনচার্জ (মাধ্যমিক শাখা) শাহজাহান আলী সরদার, সহকারী শিক্ষক ও একাডেমিক ইনচার্জ (প্রাথমিক শাখা) পলাশ রহমানসহ প্রতিষ্ঠানের সকল সহকারী শিক্ষকবৃন্দ, স্কাউট, গার্লস-ইন গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

 

মন্তব্য ( ০)





  • company_logo