
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় প্রচণ্ড তাপদাহে সৃষ্ট দাবানলে ১৩ জনের প্রাণহানি হয়েছে। বিয়োবিও এবং পার্শ্ববর্তী নুবলের বনাঞ্চলের পাশাপাশি কৃষিকাজ হয় এমন এলাকাগুলোতে ‘বিপর্যয়কর অবস্থা’ জারি করার পর সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান মাই রিসিও তাপিয়া বলেন, বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়ার পর শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ৪৭ হাজার হেক্টর বন ধ্বংস হয়েছে। শুধু শান্তা জুয়ানা পৌর এলাকাতেই ১১ জন প্রাণ হারিয়েছেন।
চিলির কৃষিমন্ত্রী এস্তেবান ভ্যালেনজুয়েলা বলেন, শুক্রবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। এতে দুই ক্রু প্রাণ হারান।
ভ্যালেনজুয়েলা বলেন, ‘লা আরেউকানিয়া এলাকায় এ হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট ও এক মেকানিক প্রাণ হারানোয় আমি অত্যন্ত দুঃখিত। তারা দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল।
বর্তমানে এসব এলাকার ১৭৮টি স্থানে আগুন জ্বলছে।
স্পোর্টস ডেস্কঃ রনি তালুকদার ও লিটন দাসের ব্যাটিং তাণ্ডবে...
নিউজ ডেস্কঃ সরকারি হাসপাতালের চিকিৎসকরা দায়িত্ব পালনের বা...
মোঃ হাসান, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে ভারাটে সন্...
আল মাসুূদ,পঞ্চগড়: বাংলাদেশের মহান স্বাধীনতা এবং জাত...
মন্তব্য ( ০)