
ছবিঃ সিএনআই
কাফি খান,ময়মনসিংহঃ ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), মুক্তাগাছা, ময়মনসিংহের অধিনায়ক আলী আহমদ খান এর নির্দেশে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা হাসপাতালের সামনে হতে মুক্তাগাছা থানার মামলা নং-১৬(৭)২০০১ ধারা-দন্ডবিধি আইনের-৩৯৬ এবং দায়রা নং-৪৭৮/২০০৬ এর ওয়ারেন্টভুক্ত চার খুনসহ ডাকাতি মামলার ২২ বছর পলাতক থাকা আসামী শহর আলী, পিতা- হোসেন আলী, সাং- গন্তবপুর, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য মুক্তাগাছা থানায় সোপর্দ করে।
এহসান রানা, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনকে পেছনে ফেলতে উঠেপড়ে লেগেছে নো...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্য...
চাকরি ডেস্ক: এনজিও সংস্থা নারীপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্...
মন্তব্য ( ০)