
ছবিঃ সিএনআই
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুর জেলা সদরের চেরাডাঙ্গী ফাউন্ডেশনের উদ্যোগে পিতৃহারা দরিদ্র অসহায় ছাত্রীদের বাইসাইকেল উপহার এবং অন্যান্য শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল এবং আর্থিক অনুদান তুলে দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের জেলা কমিটির সহ-সভাপতি ফরিদুল ইসলাম।
বাই সাইকেল পেয়েছে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত দরিদ্র পিতৃহারা ১৮ জন ছাত্রী এবং আর্থিক অনুদান দেওয়া হয়েছে ২০ জন শিক্ষার্থীকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেবিএম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ূব আলী। এসময় উপস্থিত ছিলেন চেরাডাঙ্গী ফাউন্ডেশনের আহবায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম,দিনাজপুর দোকান মালিক সমিতির সভাপতি জহির শাহ, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুদ্দিন আহমেদ, সাবেক ধর্মীয় শিক্ষক আবেদ আলী, শিল্পপতি মোজাহারুল ইসলাম,সমাজসেবক কামরুজ্জামান সরকার, কাদের বক্স কলেজের সাবেক প্রভাষক আজিজার রহমান, কাদের বক্স কলেজিয়ট হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রশিদ ফজল।
নিউজ ডেস্কঃ প্রায় আট বছর ধরে ভারতে আটকে থাকা বিএনপির...
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ...
নিউজ ডেস্কঃ দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানী...
নিউজ ডেস্কঃ দ্বিপক্ষীয় অভিবাসনের আওতায় বিশেষ করে নির...
মন্তব্য ( ০)