
ছবিঃ সিএনআই
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় শুক্রবার দুপুরে শহরের মাটিডালি বিমানমোড় এলাকা থেকে ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া কোম্পানীর সদস্যরা। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর জেলার কোতয়ালী এলাকার আব্দুস জব্বারের ছেলে মারুফ হোসেন বাবু (২৫) ও বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ওমর ফারুক (৪০)।
র্যাব ১২-বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি বিমানমোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় মারুফ ও আমজাদকে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ প্রসঙ্গে র্যাব ১২- বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার দু’জনকে সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।
বিনোদন ডেস্কঃ ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ভিডিও স্ক্যান্ডাল...
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপত...
নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় বাসচাপায় মেহেদী হাসান (...
স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে সর্বশেষ কাতার বিশ্বকাপে ছিটকে...
মন্তব্য ( ০)