
ছবিঃ সিএনআই
মো: সোহেল রানা খান, মানিকগঞ্জ: মানিকগঞ্জের পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩টি ড্রেজারসহ ৭জনকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) জেলা পুলিশ মানিকগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩টি ড্রেজারসহ ৭জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলো, ভোলা সদরের পশ্চিম চরপাতা গ্রামের মো. নাছির মোল্লার ছেলে মো. মনির হোসেন (২৫), গোপালগঞ্জের কোটালীপাড়ার তারাশী গ্রামের মৃত আ. আজিজ শেখের ছেলে মো. আ. সালাম (৫৫), বরিশালের মেহেন্দীগঞ্জের চর দাইয়া গ্রামের মৃত জামাল রাঢ়ীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), পিরোজপুর জেলার নেছারাবাদের সোহাগদল গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. ইয়াছিন ওরফে মুন্না (২২), বরিশালের মেহেন্দীগঞ্জের গাগরিয়া গ্রামের মৃত আবুল কাশেম মাঝির ছেলে মো. জিয়াউর রহমান (৩৫), ভোলা সদরের পূর্ব চর নন্দনপুর গ্রামের আ. মালেক বেপারীর ছেলে মো. ইউসুফ (২৪) ও নারায়নগঞ্জ জেলার সোনারঁগাও থানার আলবদী গ্রামের মো. বজলু রহমান ছেলে মো. আক্তার কাজী (৩৫)। এদেরকে পদ্মা নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় গ্রেফতার করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, হরিরামপুর উপজেলার দুলশুড়া গ্রামের পদ্মা নদী থেকে গতকাল অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি ড্রেজারসহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ড্রেজারের বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
এ ব্যাপারে হরিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুর রংপুর মহা সড়কের ১০...
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা আর মা...
রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ার কেরানিহাট দ...
জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার: বৈরী আবহাওয়ার কারণে সেন্টম...
মন্তব্য ( ০)