• অপরাধ ও দুর্নীতি

পাবনায় বিপুল পরিমানের নকল বিড়ি ও ব্যান্ডরোলসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৩ জানুয়ারী, ২০২৩ ১৪:৫৩:৩৪

ফাইল ছবি

তোফাজ্জল হোসেন বাবু,পাবনাঃ পাবনার আতাইকুলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমানের নকল বিড়ি ও নকল ব্যান্ডরোলসহ আবু তালেব নামের একজনকে আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল।

সোমবার (২৩ জানুয়ারী) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার দিবাগত গভীর রাতে পাবনা ক্যাম্পের স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান ও সিনিয়র এএসপি কিশোর রায়ের নেতৃত্বে র‌্যাবের একটি দল আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আবু তালেবের বাড়িতে অভিযান চালায়। এ সময় সাত লাখ শলাকা নকল বিড়ি ও দশ হাজার টি নকল ব্যান্ডরোলসহ আবু তালেব (৫৫)কে আটক করে। আটককৃত আবু তালেব আতাইকুলার রঘুরামপুর গ্রামের মৃত জব্বার প্রামানিকের ছেলে।

এসময় র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে নকল বিড়ি তৈরীর মুল হোতা আবু তালেবের বড় ভাই আব্দুস সাত্তার (৬০) পালিয়ে যায়। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলা দায়েরের পর আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo