
ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ বতর্মান সময়ের জনপ্রিয় এবং প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন। তিনি গাইবেন ‘আজ গানের দিনে’। এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘আজ গানের দিন’র ২৭তম পর্ব সরাসরি সম্প্রচারিত হবে রবিবার (২২ জানুয়ারি) রাত ১০টায় এনিগমা টিভিতে।
বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দুহিতা বাঁধন তার নিজের ও পছন্দের বিভিন্ন ধরনের গান গাইবেন এনিগমার দর্শকদের জন্য। সরাসরি সম্প্রচারিত ‘আজ গানের দিন’ উপভোগ করা যাবে এনিগমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে।
বাঁধন জানান, গানের প্রতি গভীর ভালোবাসা থেকেই মায়ের পথে হাঁটেন তিনি। শৈশব থেকেই মায়ের গাওয়া গান শুনে শুনে আকাঙ্ক্ষা জাগে শিল্পী হওয়ার। সঙ্গীতে হাতেখড়ি সঙ্গীতজ্ঞ অনিল কুমার সাহার কাছে। আর পঞ্চম শ্রেণিতে পড়ার সময় শুরু সঙ্গীত শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা। এরপর আর থেমে থাকেনি সে পথচলা। নিজেও লিখেছেন বেশকিছু গান। ‘আজ এত দিন পর’, ‘দখিনা হাওয়া কানে কানে বলে গেল’, ‘নীরব কেন থাকো’ উল্লেখযোগ্য। গান করছেন বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে এবং স্টেজ অনুষ্ঠানে। বর্তমানে প্লে-ব্যাকে ব্যস্ত তিনি।
এহসান রানা, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনকে পেছনে ফেলতে উঠেপড়ে লেগেছে নো...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্য...
চাকরি ডেস্ক: এনজিও সংস্থা নারীপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্...
মন্তব্য ( ০)