
ছবিঃ সিএনআই
মোহাম্মদ তারেক, চট্টগ্রাম প্রতিনিধিঃ ৫৬ বছর বয়সী মির আহামদ, দীর্ঘ ১ যুগ ধরে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে নিয়ন্ত্রণ করছেন দক্ষিন চট্টগ্রামের ব্যস্ততম আনোয়ারা,বাঁশখালী প্রধান সড়কের যানবাহন চলাচল। নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে যানজট নিরসনে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
প্রতিনিয়ত বড় বড় যানবাহন ও ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় এবং রাস্তা ছোট হওয়ার ফলে বর্তমানে দক্ষিন চট্টগ্রামের গুনাগরী চৌমুহনীতে প্রতিনিয়তই যানজট লেগেই থাকে। একা মানুষ অন্যদিকে বয়সের ভার সব মিলিয়ে এখন তাকে হিমশিম খেতে হচ্ছে। তবুও মানুষ যাতে অল্প সময়ে বাড়িতে ফিরতে পারেন সর্বদা সেই চেষ্টাই করে যাচ্ছেন এই স্বেচ্ছাসেবী ট্রাফিক।
দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় কাজ করে যাওয়া এই স্বেচ্ছাসেবী ট্রাফিক মির আহমদ বলেন, ‘আমি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এখানে কাজ করি। বয়স হয়েছে তাই আগের মতো আর পরিশ্রম করতে পারি না। বড় ট্রাক কিংবা প্রাইভেট কার থেকে যা বকসিস পাই তাই দিয়েই সংসার চালাই, দীর্ঘদিন একি জায়গায় কাজ করতে দেখে অনেক ড্রাইভারের সাথে পরিচয় তার সেই সুবাদে দশ বিশ টাকা যে যা দেয় তা দিয়েয় চলে সংসারের চাকা।
তিনি আরো বলেন, "বাঁশখালী অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ইউনুসের হাত ধরেই মূলত এই ট্রাফিকের কাজে লিপ্ত হন মির আহমদ"। শুরুতে লাইন ম্যানের কাজ করতেন তিনি। পরবর্তীতে গুনাগরী চৌমুহনী যানজট নিরসনে বিনা পয়সায় সেচ্ছাসেবী ট্রাফিক হয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন।
মানবিক এই মির আহমদ বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নে ১নং ওয়ার্ড পূর্ব গুনাগরীর আলি আহমদের চতুর্থ সন্তান। তার এক ছেলে, তিন মেয়ে এবং স্ত্রী নিয়ে দিন শেষে জমা খরচ দিয়ে যা থাকে তাই দিয়েই সংসার চলে তাদের। কিন্তু তার পরেও কোনো আফসোস নেই মির আহমদের স্ত্রীর। মির আহমদের স্ত্রী বলেন, "আমার বিয়ের আগে থেকেই তিনি এসব কাজ করেন। কিন্তু তাকে কখনো বাধা দেয়নি। তিনি মানুষের কাছ থেকে যে টাকা পায়, তাই দিয়েই দুমোঠো ডাল ভাত খেয়ে বাকি জীবন কাটাতে চাই। সেই সাথে শেষ বয়সে আমার স্বামীর জন্য সরকারের কাছে একটু সুব্যবস্থার দাবি জানাচ্ছি।
স্থানীয়রা বলেন, "মির আহমদ দীর্ঘ দিন যাবত রাস্তায় কাজ করতে দেখতেছি সরকারের পক্ষ হতে তাকে যদি একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, অন্তত শেষ বয়সে একটু ভালোভাবে পরিবার নিয়ে বাঁচতে পারবেন তিনি।
এহসান রানা, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনকে পেছনে ফেলতে উঠেপড়ে লেগেছে নো...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্য...
চাকরি ডেস্ক: এনজিও সংস্থা নারীপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্...
মন্তব্য ( ০)