• বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ

বান্দরবানে বাড়ছে সম্ভাবনার শিম চাষ

  • বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ
  • ০৭ জানুয়ারী, ২০২৩ ১৬:২৮:০৫

ছবিঃ সিএনআই

শহীদ ইসলাম বাবর, বান্দরবানঃ পার্বত্য জেলা বান্দরবানে সম্ভাবনাময় হয়ে উঠেছে শীতকালীন সবজি শিম চাষ। শিম চাষ করে চাষিরা লাভবান হয় প্রতিবছর বাড়ছে শিম চাষের পরিধি ।এতে করে স্থানীয় বাজারে সুস্বাদু সবজি শিম যোগান দেয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বান্দরবানে উৎপাধিত সুস্বাদু সবজি শিম।  

সাম্প্রতিক সময়ে কৃষকদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে । চলতি বছর শিম চাষ করে কৃষকরা অন্ততপক্ষে ২০ কোটি টাকার শিম বিক্রি করবে বলে জানা গেছে। জানা যায়, বেশ কয়েক বছর থেকে বান্দরবান জেলার সদর উপজেলা, লামা, আলীকদম,রোয়াংছডি রুমা ও থানচি উপজেলায় শিম চাষ শুরু করেন অল্প সংখ্যক কৃষক। পরবর্তীতে তাদের দেখাদেখি অধিকাংশ কৃষক শিম চাষ শুরু করেন। বর্তমানে উপরোক্ত উপজেলা সমূহের মাঠে মাঠে শিম চাষ লক্ষণীয়।

কৃষকরা বাম্পার ফলন নিশ্চিত করার জন্য শিম ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত এখন । শিম ক্ষেতে কিটনাশক দেয়া এক শ্রমিক বলেন, একাধিক কৃষক জানান, অন্যান্য সবজি উৎপাদনের তুলনায় শিম সবজি উৎপাদনে খরচ একটু বেশি। কারন শিমের পোকার আক্রমণ ঠেকাতে বেশি পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হয়। তবে,বাজারে শিমের মুল্য ভাল থাকায় শিম চাষীরা লাভ করতে অসুবিধা হয়না। ভাল অর্থ উপার্জন করতে পারায় শিম চাষ বাজাচ্ছে চাষীরা। শীম চাষীরা বলেন, বান্দরবানে দিন দিন শিম চাষ বাডছে। আমরা লাভবান হওয়ায় প্রতি বছর শিম চাষ বাডিয়ে নিচ্ছি।

মন্তব্য ( ০)





  • company_logo