• খেলাধুলা

মিরপুরে ঘুরে দাঁড়াতে মুখিয়ে শিখর ধাওয়ান

  • খেলাধুলা
  • ০৬ ডিসেম্বর, ২০২২ ১৮:০১:০৮

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গেল রোববার বাংলাদেশের কাছে ১ উইকেটে হেরেছে সফরকারী ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে মেহেদী হাসান মিরাজের ব্যাটে সেদিন জয় নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা। শেষ উইকেট জুটিতে ৫১ রানের জুটি গড়ে ভারতের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছিল লিটন দাসের দল। প্রায় জিতে যাওয়া ম্যাচে হারের সেই দগদগে ক্ষত ভুলে দ্বিতীয় ওয়ানডেতে ভালো করতে মুখিয়ে আছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর একদিন আগে মঙ্গলবার শের-ই বাংলার মাঠে সংবাদ সম্মেলনে আসেন ধাওয়ান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ভারতীয় এই ওপেনার বললেন, ‘এটা নতুন শুরু। আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি। অনেক ইতিবাচক আছি এ ব্যাপারে। ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি আমরা।’

বর্তমানে বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফুটবল বিশ্বকাপ। তবে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম প্রাঙ্গন দেখে যে কেউই বলতে বাধ্য হবে, বাংলাদেশের ভক্ত-অনুরাগীরা একটু ক্রিকেট পাগলই বেশি। ভারতের ওপেনার ধাওয়ান অবশ্য টাইগার সমর্থকদের এ কারণে কিছুটা আবেগি বললেন। জানালেন, বাংলাদেশের মানুষ খেলা উপভোগ করে আর প্রবল আগ্রহ নিয়ে মাঠে আসে।

ধাওয়ানের ভাষ্যে, ‘আপনি সবসময়ই এমন দ্বৈরথকে অনুভব করবেন। বাংলাদেশের মানুষ কিছুটা আবেগি। তারা খুব উপভোগ করে আর প্রবল আগ্রহ নিয়ে মাঠে আসে। এটা মজার। আমাদেরকে আরও আগ্রহী করে তোলে। আমি ও আমার দল এমন অবস্থায় খেলতে পছন্দ করি। নিজেদের সেরাটা দিতে চাই। আমরা খুব খুশি এটা দেখে বাংলাদেশের মানুষ যেভাবে তাদের দল ও ক্রিকেটকে সমর্থন করে। এটা দেখা অনেক সৌভাগ্যের।’

মন্তব্য ( ০)





  • company_logo