• জাতীয়

ডিএসসিসিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

  • জাতীয়
  • ০৫ ডিসেম্বর, ২০২২ ১৭:২৬:০১

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা কবিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক জানান, কবির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে এ প্রতারণা করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্ধশত বেকার যুবকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

তিনি বলেন, কবির একসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করতেন। অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকে সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়াকে পেশা হিসেবে বেছে নেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

মন্তব্য ( ০)





  • company_logo