• সমগ্র বাংলা

দিনাজপুরে ইজিবাইকচালক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সহকর্মী চালকদের ধর্মঘট

  • সমগ্র বাংলা
  • ০৪ ডিসেম্বর, ২০২২ ১৩:৪৫:৫২

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুরঃ দিনাজপুর শহরের মালহদপট্রিতে ঘুষি মেরে একজন ( ইজিবাইক) অটো বাইক চালককে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরে অটোবাইক ধর্মঘট পালন করেছেন সহকর্মীরা।

ধর্মঘটের কারনে ইজিবাইক চলাচল বন্ধ রেখে রাস্তায় পিকেটিং করেছেন অনেকে। তবে এসময় রোগী, শিক্ষার্থী এবং পরীক্ষার্থীসহ জরুরী কাজে গন্তব্যে যাওয়া যাত্রীদের কিছুটা ছাড় দেন তারা। পাশাপাশি ভোগান্তির শিকার হয়েছেন অনেকে।

ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে যানজোটের ফলে রাস্তা পারাপারের সময় শরীরে ধাক্কা লাগার কারণে বাকবিতণ্ডার জেরে গেল শুক্রবার একজন কাপড় ব্যবসায়ীর ঘুষিতে ঘটনাস্থলে প্রাণ হারান সালেকুল ইসলাম নামে অটো চালক।

ওই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহকর্মী চালকরা। এর আগে ধর্মঘট পালনসহ শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

নিহত ইজিবাইক চালকের খালেকুল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর এলাকার মৃত ছাবের হোসেনের ছেলে। পৌর শহরের মেদ্ধাপাড়া এলাকায় ৪ সন্তানসহ পরিবার নিয়ে বাস করতেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত কাপড় ব্যবসায়ী সন্তোষ কুমার শহরের মালদহপট্টিতে মেঘা বস্ত্রালয় নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। 

খালেকুল হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতেই সদ্য বিধবা স্ত্রী নুরজাহান বেগমের হাতে ৪ লাখ টাকা বুঝে দিয়ে ঘটনাটি আপোষের চেষ্টা করেন ব্যবসায়ী সমিতির নেতারা। 

কোতোয়ালী থানার ইনচার্জ  তানভীরুল ইসলাম জানিয়েছেন, ব্যবসায়ী সন্তোষ কুমারকে প্রধান এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে অভিযুক্ত করে রাত ১২টার দিকে থানায় মামলা দ্বায়ের করেছে খালেকুল ইসলামের বিধবা স্ত্রী নুর জাহান বেগম। পরে লাশ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত করিয়েছিলেন তারা।

মন্তব্য ( ০)





  • company_logo