
ফাইল ছবি
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বহিলাপোতা-বেদেবাহাদুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে, আলাউদ্দিন সোহাগ (৪০), নান্নু মিয়া (৫৫), জজ মিয়া (৬৫), বাবুল (৫০), রবিউল (২৮), মোস্তফা (৩৫), মামুন (২৮), রুবেল হোসেন (২৫), শাহাজামাল (৬৫), রবিউল (৩৫) ও আব্দুল মজিদ (৫০)।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, পূর্বশত্রæতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দুপুরে বহিলাপোতা গ্রামের ইউপি সদস্য আব্দুল জব্বার ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে একই এলাকার আওয়ামীলীগ কর্মী মুজিবর ও তার ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়। পরে জব্বার ও কামাল বাহিনীর নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের উপর অর্তকিত হামলা চালায়। এসময় মুজিবর ও তার তিন ছেলে সহ ১২ জন আহত হয়।
এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বহিলাপোতা গ্রামে বর্তমানে থমথমে বিরাজ করছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, মারামারি বিষয়টি শুনেছি। এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ হাসান,কুড়িগ্রামঃ কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা ও দুইট...
নিউজ ডেস্কঃ “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন"...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর মাহালছড়ি জোনের উদ্যোগে ...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার শিবগঞ্জে চেকপোস্ট বসিয়ে ৮ কেজি গ...
মন্তব্য ( ০)