
ছবিঃ সিএনআই
মো: সোহেল রানা খান, মানিকগঞ্জ: কাতার ফুটবল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ায় জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনার মানিকগঞ্জের হাজার হাজার সমর্থক লিওনেল মেসির দলকে শুভ কামনা ও ভালোবাসা জানিয়ে আনন্দ র্যালী করেছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহরের পুড়রা এলাকা থেকে আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা হাতে, গানের তালে তালে নেচে গেয়ে র্বণাঢ্য এই র্যালী করে সমর্থকেরা। এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
আর্জেন্টিনা দল এর সমর্থনে মানিকগঞ্জের সমর্থকেরা বণাঢ্য র্যালীতে অংশ নিতে সকালে থেকে একে অপরের সাথে যোগাযোগ করে শহরের পুড়রা এলাকায় জরো হয়। এর পর বিকেল সাড়ে ৪টার দিকে সাউন সিস্টেমের সাথে নেচে গেয়ে মেছি, আর্জেন্টিনা স্লোগান দিয়ে পুরো শহর মুখরিত করে তুলে।
র্যালীতে অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থকেরা জানায়, এবার বিশ্বকাপের লিওনেল মেসির আর্জেন্টিনা দল সবার চাইতে সেরা। তারদর আশা ফাইনালে জিতে কাতার থেকে মেসির হাতেই বিশ্বকাপ নিবে এ বছর আর্জেন্টিনা।
মোঃ হাসান,কুড়িগ্রামঃ কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা ও দুইট...
নিউজ ডেস্কঃ “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন"...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর মাহালছড়ি জোনের উদ্যোগে ...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার শিবগঞ্জে চেকপোস্ট বসিয়ে ৮ কেজি গ...
মন্তব্য ( ০)