• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে জনসাধারণের মানববন্ধন

  • সমগ্র বাংলা
  • ২৯ নভেম্বর, ২০২২ ১৭:৩৮:৪৭

ছবিঃ সিএনআই

রবিউল আলম ইভান, কুষ্টিয়াঃ ‘ডাক্তারের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত চাই, টেস্ট বানিজ্য বন্ধ চাই, দালাল মুক্ত হাসপাতাল চাই, সরকারি ওষুধের সুষ্ঠু বন্ঠন চাই’ এসব
দাবীতে কুষ্টিয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী সাধারণ জনগণ।

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গেটের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে চিকিৎসা সেবার নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন বক্তারা। তারা অভিযোগ করেন, ডাক্তাররা সিন্ডিকেট করে অন্য ক্লিনিক ডায়গনষ্টিক সেন্টারের সাথে কমিশন বাণিজ্য করে সাধারণ রোগীদের সু-চিকিৎসা থেকে বঞ্চিত করছে।

এছাড়াও বক্তারা আরও বলেন, মানহীন ডায়গনস্টিক ও ক্লিনিকগুলো চিকিৎসা সেবার নামে ব্যবসা খুলে বসেছে। প্রতিনিয়তই তাদের দ্বারা প্রতারিত হচ্ছে সাধারন মানুষ। আর এসবের সুষ্ঠু সমাধানের দাবি তাদের। আর দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
 

মন্তব্য ( ০)





  • company_logo