• সমগ্র বাংলা

এপেক্স ক্লাব অব রাঙামাটির দ্বিতীয় সম্মেলন ও এজিএম সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ২৮ নভেম্বর, ২০২২ ১৯:২৪:০৪

ছবিঃ সিএনআই


মোহাম্মদ আজিজুল ইসলাম রাঙ্গামাটি: ২৭  নভেম্বর  রবিবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিঃ মিলনায়তনে আর্ন্তজাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব রাঙামাটির দ্বিতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। 

রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিঃ মিলনায়তনে আয়োজিত সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট আবুল মনসুর ওবায়দুলøfহ এর সভাপতিত্বে, এতে বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইলিয়াছ জসীম, এপেক্স ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট শ্যামল কুমার কারাক, এনআইআরডি এম বেলাল হোসেন, ডিজি-৩ জাকির হোসেন, ডিজি-৩ ইলেক্ট ২০২৩ শেখ আখতারুজ্জামান পারভেজ, ন্যাশনাল অবজারভার নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে জেলার এপেক্সিয়ানরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, এপেক্স ক্লাব অব রাঙামাটি আত্মমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান, করোনাকালীন মাস্ক বিতরণ, সীতাকুন্ড ট্রাজেডির ক্ষতিগ্রস্থদের অর্থ সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের কন্যাদের বিয়ের অর্থ সহায়তা প্রদানসহ সমাজের দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে এপেক্স ক্লাব অব রাঙামাটি । বক্তারা এ কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এপেক্স ক্লাব অব রাঙামাটির পরিচালনা পর্ষদে শামিম জাহাঙ্গীর আলমদার প্রেসিডেন্ট, বিমল চাকমা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মোঃ আলী বাবর জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ এম উবায়দুলøfহ আইপিপি এন্ড এক্সপানশন ডিরেক্টর, মোঃ শাব্বির আহমেদ সেক্রেটারি এন্ড ডিএনএ এডিটর, মোঃ হানিফ, ট্রেজারার, মোঃ মঈন উদ্দীন, সার্ভিস ডিরেক্টর, তিথি চাকমা, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর, মোঃ মহিউদ্দীন পিয়ারু, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর, মেমোরি চাকমা, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর, কাজি নোমান, সার্জেন্ট এট আর্মস নির্বাচিত হয়েছেন। এই পর্ষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে। এ্ই সময় দায়িত্ব প্রাপ্তরা এপেক্স ক্লাব অব রাঙামাটির সার্বিক উন্নয়ণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য ( ০)





  • company_logo